Thursday, December 25, 2008

তুষার গায়েনের কবিতা

তুষার গায়েনের কবিতা
যে রূপ আমি শুনিলাম কানে

মালিনী মাসির হাসি, নিলাজ গুঞ্জন তুলে আনে
আনন্দিত শিহরণ এই ভীত মনে- সরোবরে
ছায়া প’ড়ে আছে তার এ অমোচনীয় আঠার প্রলেপ
বায়ুযোগে ঢেউ উঠে গোল হয়ে, সরে যায় দূর
গোলাকার তলে- তবু রূপ তার হাসিতে অনড়
বেড়ালের মত এই অপরাহ্ণ বেলা!

নিবিড় নৈঃশব্দ চারিদিকে, ফুল ফোটাবার যত
আয়োজন গাঢ় প্ররোচনা করে যায় ঝিঝিদেঁর
দল, জোনাকিও জোটে এসে- জ্বলে নেভে ঈর্ষাতুর
দূর তারাদের দেখে। যে গেছে চন্দনবনে-

মাসি! তাঁর চোখ তুমি বেঁধে রাখো কেন?
সুরভি কি ঢেকে যায় বলো, আঁচলের তলে?
সখির কাঞ্চনরূপ কালির কলঙ্কে বুঝি মোছে!
হয়েছে, হয়েছে মাসি, তাঁকে দূর থেকে ভালবাসি
দেখি নাই যাকে কোনদিন, তবু তার রূপের কীর্তন
তাঁর, আমি শুনেছি তো কানে!

No comments:

Post a Comment