Monday, December 15, 2008

কবিতা

আনন্দ রোজারিও-র
কবিতা

নদী মরে গেলে সত্য হারিয়ে যায়
দু'পাড়ের মানুষের বুক থেকে ঝরে পড়ে
বয়সের মতোন এক একটা নিটোল স্বপ্ন
প্রতিটি গল্পের সাথে জেগে থাকে থাকে দীঘর্শ্বাস
এ রকম কথা আমাকে শুনিয়েছে একজন বুড়ো চাষি

আমি সেই থুত্থুড়ে বুড়ো চাষির বুকের ভেতরে
হাত দিয়ে দেখি-
অনেক দূরের সবুজ ধান
পুড়তে পুড়তে হলুদ হয়ে যায়

No comments:

Post a Comment