Wednesday, December 24, 2008

আনন্দ রোজারিওর কবিতা/ ছায়া রোদ

আনন্দ রোজারিওর কবিতা
ছায়া রোদ

অশ্বশালার পাশে মায়া পড়ে আছে, একাকী নিখোঁজ
আমি কেন অপস্মার হেতু বৃক্ষের মন্দ্রিত খেদ
ব্রত করে গায়ে মাখি, মর্দিত আলো তালু জুড়ে
বিঘোষিত কেশ আর পীড়ক আধাঁর

জলের চিহ্ন দেখে ভয় পেতে ভালবাসি
তিনটি প্রবল হাঁস উড়ে আসে-
উড়ে যায় ক্রমশ ঈশানে
তারস্বরে ডেকে বলি, আয় ভাই, বেদনার দর্পিত বোন...

চুপি চুপি মেঘ খসে আসে, ঝরে নিহত প্লাবন

সেতুর উপরে আমি তাই ছায়া ভাঙ্গি, মনোনীত রোদ

No comments:

Post a Comment