মাসুদ খানের কবিতা
সোনার খনির খুব কাছে
সোনার খনির খুব কাছে গিয়ে বসে থাকে রোজ
স্বর্ণজরে ভোগা রোগামতো একটি মানুষ।
পাশেই জলধি এক, অথই অপার।
শামুকে শ্যাওলায় মাখামাখি
আশ্চর্য সোনালী এক শৈবালিনী জেগে ওঠে যদি,
আকার ও অলংকারসহ,
কোনো এক মৎসগন্ধা সন্ধ্যাবেলায়-
সেই লোভে লোকটা এসে বসে থাকে মোহ-লাগা সারাটা দিবস...
(*সরাইখানা ও হারানো মানুষ,২০০৬)
-
No comments:
Post a Comment