সাহিত্যের ছোট কাগজ প্রাণস্রোত বইমেলায় বের হচ্ছে-
ছয় বছর পর আবার প্রকাশিত হচ্ছে সাহিত্যের ছোট কাগজ প্রাণস্রোত। এবারের প্রধান বিষয় বুদ্ধদেব বসু জন্মশতবার্ষিকী। প্রবীণ ও তরুণদের বুদ্ধদেব মূল্যায়ন প্রকাশিত হবে। থাকছে শুন্য দশকের পাঁচজন কবির প্রকাশিত কাব্যগ্রন্থ নিয়ে আলাচনা। এবং কবিতা।
-
No comments:
Post a Comment