Wednesday, December 24, 2008

তিনিঃ বুদ্ধদেব বসু সমীপে/ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা

তিনিঃ বুদ্ধদেব বসু সমীপে/
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা

তাঁর সংগে আমাদের সম্পর্কে ছিলো না জটিলতা
তিনি খুব সোজা করে দেখাতেন কীভাবে বাড়ির
বাহিরে পা দেবে, আর ঘুরে আসবে বাড়ির ভিতরে
তাঁর সঙ্গে আমাদের সম্পর্কে ছিলো না জটিলতা।
কিন্তু একদিন তাকেঁ কী রকম অচেনা বোধ হলো-
হয়তো হেমন্ত তাকেঁ ছুয়েঁ গেছে, মন ভালো নেই...
এরকম নিচু স্বরে কথা কননি কখনো
হয়তো হেমন্ত তাকেঁ ছুয়েঁ গেছে, মন ভালো নেই...

No comments:

Post a Comment