Friday, January 16, 2009

রবীন্দ্র সঙ্গীত

রবীন্দ্রনাথের গান

কেন নয়ন আপনি ভেসে যায় জলে।
কেন মন কেন এমন করে।।
যেন সহসা কী কথা মনে পড়ে-
মনে পড়ে না গো তবু মনে পড়ে।।

চারি দিকে সব মধুর নীরব,
কেন আমারি পরান কেঁদে মরে।
কেন মন কেন এমন কেন রে।।
যেন কাহার বচন দিয়েছে বেদন,
যেন কে ফিরে গিয়েছে অনাদরে-
বাজে তারি অযতন প্রাণের 'পরে।

যেন সহসা কী কথা মনে পড়ে-
মনে পড়ে না গো তবু মনে পড়ে।।

(গীতবিতান/২৪৬ সংখ্যক গান)

No comments:

Post a Comment