Sunday, April 12, 2009

কবির পটো/ নূরী আফরিন


কবির পটো
Share
Today at 5:34pm | Edit Note | Delete

পাকি বলে কি সব বলে। সব সময় কিচির মিচির।
পরহাদ মজহারের পটো দেকলাম। তার কবিতা পড়তে চাইসিলাম। কেউ তো পাটালেন না?
পটোতে দেখলাম বুড়ো হলেও বেশ সেকসি। (লজজা লাগসে।)আমার বানদবি তামাননা বলসে- উনি যুবককালে কি জানি কী চিলেন। কত মেয়েদের হিরিদয়ে আগাত করসেন। আহা আমি কেন সেইকালে জনমালাম না! (আহা, তামাননা, আমি যদি তোর মত বলতে পারতাম!)
পটোটা বাল করে দেকলাম। সরসতী হিনদুদের গ্যানের দেবি। উশকুলে হিনদুরা পুজো করে। কী সুনদর করে সাজায়। সাদা, সাদা- আরো সাদা। পুত পবিতর। আমরা গুরে গুরে দেকি। বালই লাগে। কাজল চাচা বলসেন, উনি যাকে বিয়ে করবেন, তাকে হতে হবে সরসতীর মত সুনদর।
পটোটা বাল করে দেকলাম। সরসতী দেবীর সামনে উনি পা তুলে বসে আচেন। হাটুর উপরে হাত রেকেসেন। পরনে নীল লংগি। মাতায় মেয়েদের মত এলকেশি চুল। মুকে হাসি নাই। বলসেন যেন আমাকে দেকো। দেকলাম হে কবি, আপনাকে।
আমার বানদবী তামাননা বলেসে, ওদের বাড়ি পাবনায়। সেকানে এক বুড়ো দাদাজান চিলেন। বুড়োর বিবি মারা গেলে বুড়ো বাড়ির মাসনে বসে তাকতেন। একপা তুলে এই পরহাদ মজহারের মত বসতেন। এই পতেই চিল মেয়েদের ইসকুল। একদিন ইসকুলের আপারা নালিস করল বুড়োর চেলেদের কাছে। ইশকুলের মেয়েরো নাকি ঐ পতে যেতে যেতে লজজা পায়। দাদাজানের কি সব দেকা যায় ঐবাবে বসার কারনে। ওনার চেলেরা ওনাকে অনেকবার মানা করল। সেষে ওনাকে মানসিক ডাকতারের কাচে নিল। ডাকতার বলল. এটা পারবারসন রোগ। অনেকের বুড়োকালে হয়। এই পটোটা দেকে আমার তামানানার বুড়ো দাদাজানের কতা মনে পড়ল।
আমার এক হিনদু বানদবীআছে- পরমা। সে এই পটোটা দেকেসে। দেকে কাউমাউ করে কেদেচে। বলেচে, এইবাবে পটো তুলে উনি হিনদুদের অপমান করসেন। উনি হিনদুদের হিংসা করসেন।
তামাননা কাল আসবে বাসায়। ওকে বাল করে পটোটা দেকাবো। উনি কি সত্যি হিনদুদের অপমান করসেন? আমি বুজতে পারসি না। জটিল লাগসে। তামাননা বাল বলতে পারবে। ও আমার চেয়ে বুজদার।
বাল তাইকেন। আর কবির কবিতা পাটাবেন। পড়ে দেকব।
দন্যবাদ।
Written 22 hours ago · Comment · LikeUnlike · Report Note
You and Dobar Bang like this.
Dobar Bang likes this.
Pakhi Bole
Pakhi Bole at 12:57pm April 8
এই মেয়ে কি সব বলে? হাওর এলাকায় আমার বাড়ি। হাওড়ের শো শো শব্দ শুনছো কখনো? সাগরে গেছো? সাগরের ভাষা বুঝতে পারো? ?
কিচির মিচির শব্দ করি না আমি। গান করি। পাখির মনে যা আসে সে তাই বলে।
Kkhhudiram Mon
Kkhhudiram Mon at 2:24pm April 8
Satire-ta upobhog korlam
Kalo Kali Das
Kalo Kali Das at 2:39pm April 8
এইখানে হাসির শব্দ শুনিয়া আসিলাম! প্রভু , কিসব বাক্য ! বুঝা বড়ই মুছিবত !
Sezan Mahmud
Sezan Mahmud at 2:46pm April 8
হচ্চেটা কি?????
Kalo Kali Das
Kalo Kali Das at 1:55am April 9
সাহিত্যে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হইতেছে...
নুরী আফরিন
নুরী আফরিন at 10:31am April 9
কি বললেন? সাহিত্যে সত্রিকার গনতনত্র? এইটা কি জিনিত? আগে কি এইটা চিল না? বা কারা বাদা দিয়েছে? কারা নসট করছে? এসব কতাবাতরা একটু বাল করে বুজায়া বলবেন কি কালো কালিদাস বাই। আমার বানদবী তামানানা আবার রাচনীীত কম বোজে। আর কাজল চাচাতো সরসতীর খোজে বিজি। আপনারা বুজায়া দিলে বুজতে পারবো। দন্যবাদ।

No comments:

Post a Comment